Friday Party
Politics for All
Politics for All
সকলের জন্য রাজনীতি! প্রচন্ড প্যাশন থাকা সত্ত্বেও চাকুরির বা ব্যবসার ব্যস্ততায়, কিংবা ভার্সিটির ক্লাসের কারনে যারা রাজনীতি করতে পারছেন না ফ্রাইডে পার্টি তাদের জন্য আদর্শ জায়গা।
এখানে সক্রিয় থাকতে আপনাকে ছুটি নিতে হবে না, ক্লাস ফাঁকি দিতে হবে না, টেম্পুস্ট্যান্ড দখল করতে হবে না, হেলমেট পরে হাতুড়ি নিয়ে কাউকে পিটাতে হবে৷
ফ্রাইডে পার্টির সকল অফলাইন কার্যক্রম চলবে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনে। বাকি কাজ অনলাইনে করা হবে। এছাড়া দিনে ঘুমানো ও সারারাত জাগা জনতার জন্য ব্যক্তিদের জন্য হবে একটা লেট নাইট পার্টি শাখা।
অর্থাৎ ফ্রাইডে শব্দটা আসলে প্রতীকী। মূলত ছুটির দিনে ও অফিস ঘন্টার পরেই কেবল এই পার্টির কার্যক্রম চলবে তাই নাম ফ্রাইডে পার্টি।
যেহেতু সবাই চাকুরীজীবি তাই কেউ ছিনতাই, দখলবাজী, চাঁদাবাজি করার সময় পাবে না। তাছাড়া চাকুরী করার ফলে তাদের জীবিকা নিয়েও চিন্তিত হয়ে এসব অপরাধ করতে হবে না।
ফুলটাইম রাজনীতিবিদ থেকে দেশকে মুক্ত করবো আমরা। এদের টাকা উপার্জনের পথ হচ্ছে রাজনীতি।
রাজনীতিকে এরা নিজদের টাকা ইনকামের রাস্তা বানিয়ে ফেলেছে। আমরা এই দুষ্টুচক্র ভেঙে দিব, ইনশাআল্লাহ।
এই দলে কোন সভাপতি, সহ-সভাপতি থাকবে না।
সবার পরিচয় হবে 'এক্সিকিউটিভ'। এক্সিকিউটিভদের ভোটে এক বছরের জন্য একজন চিফ এক্সিকিউটিভ নির্বাচিত হবেন। চিফ এক্সিকিউটিভ বিভিন্ন এক্সিকিউটিভকে নানা কাজে, প্রজেক্টের দায়িত্ব দিবে। ফলে পদ নিয়ে কোন কামড়াকামড়ি হবে না। কারো প্রতি কোন বৈষম্য করা হবে না।