সততা, ন্যায়বিচার, শান্তি, উন্নতি - এই হচ্ছে ফ্রাইডে পার্টির মূলনীতি।
ফ্রাইডে পার্টির সদস্যদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সততার সাথে কাজ করতে হবে। কোনরকম অসততা প্রমাণিত হলে তার সদস্যপদ বিলুপ্ত হবে। সেই সাথে দেশে দুর্নীতি দমনে দলীয়ভাবে কঠোর অবস্থান নিশ্চিত করবে।
ফ্রাইডে পার্টি দলীয়ভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকবে। সদস্যরা ব্যক্তি জীবনে সকলক্ষেত্রে ন্যায়বিচারের অনুশীলন করবে।
ফ্রাইডে পার্টি সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিবে। মারামারি, হানাহানি, বিশৃঙ্খলা পরিহার করে নাগরিক জীবনে শান্তি সুনিশ্চিত করতে সচেষ্ট থাকবে।
সর্বোপরি দেশের ও দেশের সকল নাগরিকের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক উন্নতি সাধনে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করবে।
আদর্শঃ মধ্যপন্থা
ফ্রাইডে পার্টি মধ্যপন্থার আদর্শে রাজনীতি করবে। ডান, বাম সকল পন্থার প্রতি শ্রদ্ধাশীল থাকবে কিন্তু ডান বা বাম কোন আদর্শের প্রতি পক্ষপাত বা কোন আদর্শ বাস্তবায়নে ফ্রাইডে পার্টি বা এর কোন সদস্য কার্যক্রম চালাতে পারবে না। ব্যক্তিজীবনে যে মতেরই হোন না কেন দলীয়ভাবে মধ্যপন্থায় বিশ্বাস ও চর্চা করতে হবে। ফ্রাইডে পার্টি বিশ্বাস করে নানা আদর্শে বিভক্ত হওয়ার চেয়ে একতাবদ্ধ হয়ে বাংলাদেশকে সবার আগে মানবিক ও ন্যায়বিচারের রাষ্ট্র করে গড়ে তুলতে হবে যেখানে সকল নাগরিক অধিকার ও মর্যাদার সাথে জীবন যাপন করতে পারবে। ফ্রাইডে পার্টি কোন ধর্মের সাথে সাংঘর্ষিক বিধান বাস্তবায়ন করবে না। এ বিষয়ক কোন অবস্থান গ্রহণ করবে না। বরং সকলের ব্যক্তিগত ধর্ম বিশ্বাস স্বাধীনভাবে পালন করতে পারার অধিকার নিশ্চিত করে নাগরিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, চিকিৎসা সহ সকল নাগরিক সেবা সহজলভ্য, উন্নত করবে। বেকারত্ব দূরীকরনে ও অর্থনৈতিক উন্নয়নে পরিকল্পনা প্রনয়ণকে গুরুত্ব দিবে।