ফ্রাইডে পার্টির এক্সিকিউটিভদের পার্টির উদ্যোগে লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট এর প্রশিক্ষণ করানো হবে। বেশ কিছু কোর্স থাকবে। যা অনলাইনে করা যাবে। তবে কয়েকটা ক্লাস অফলাইনে করতে হবে।
কোর্স শেষে এক্সিকিউটিভদের এসেসমেন্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে অর্থাৎ একটা টেস্ট দিতে হবে।
এই লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর চারটি লেভেল থাকবে।
১. বেসিক লেভেল: সাধারণ এক্সিকিউটিভদের জন্য। ফ্রাইডে পার্টির সদস্য হলেই এ কোর্স করতে হবে। এই কোর্স করে ওয়ার্ড ও ইউনিয়ন লেভেলের কমিটির এক্সিকিউটিভ হওয়া যাবে।
২. ইন্ডারমিডিয়েট লেভেল: থানা, উপজেলা কমিটির এক্সিকিউটিভ হতে হলে এই লেভেল করা থাকতে হবে। এছাড়া পেশাজীবি ইউনিটের (ইঞ্জিনিয়ার, ডাক্তার, কৃষিবিদ, আইনজীবী ইত্যাদি) কমিটির এক্সিকিউটিভ হতেও এ লেভেলের কোর্স দরকার হবে।
৩. এডভান্স লেভেল: জেলা ও মহানগর কমিটির এক্সিকিউটিভ হতে হলে এই লেভেলের সার্টিফিকেশন করা থাকতে হবে।
৪. প্রফেশনাল লেভেল: কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ হতে হলে এই লেভেলের স্কিল থাকতে হবে।